হারাতে দেব না

অর্কজ্যোতি বোস



কোন পথে চলে যায় তোর নদী, কোন অজানায়
কোন আঁকাবাঁকা পথে, উঁচু নিচু কোন ঘাটপার
কেন যে হারাতে চায় দূর কোন চোরা বালুকায়

তোর হাসি একদিন ধার নিত মেঘেদের দল
নীল জলে শুচি হত পথহারা কলুষিত ফুল
আজ কি বেড়াস বয়ে ভয়াবহ প্রেতের কঙ্কাল?

আয় নদী, কাছে আয়... এই তো রয়েছি আমি, সেই
মায়াবারি সিঞ্চনে ভেসে যাবে প্রেত, বালু সব
জমি সমতল হবে, বয়ে যাবি সহজ সরল

ফিরে আয়, ফিরে আয়, দূর থেকে বুকে আয় তুই
দেখে নিস কোনদিন আর তোকে হারাতে দেব না।

ফেসবুক মন্তব্য